এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের, মেরিন ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচার বিভাগের শিক্ষার্থী মহিমা নুশরাতের প্রথম বই “আদুরে ময়নাপাখি”।গল্পগ্রন্থটি প্রকাশ করেন আইডিয়া প্রকাশনী। চলমান অমর একুশে গ্রন্থমেলায় আইডিয়া প্রকাশনীর ৫৭৯ নং স্টলে পাওয়া যাবে “আদুরে ময়নাপাখি”।
লেখালেখির সূচনা সম্পর্কে জানান,
ছোটগল্প, ছোট থেকে শখের বসে লেখা শুরু করেন, এরপর ২০২০ সাল থেকে শিশু কিশোর হালচালে মাঝে মাঝে লেখা দেওয়ার অভ্যস্ততা তৈরি হয়।
বইটির বিষয়ে মহিমা বলেন, প্রথম বই, এক মিশ্র অনুভূতি কাজ করছে, তবে ভালো লাগার অনুভূতি বেশী, এখনও সব কিছু স্বপ্নের মত মনে হচ্ছে।
বইটি ৫টি অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে লেখা। বইটির নাম “আদরের ময়নাপাখি” দেয়ার কারণ, আদর অর্থাৎ এক অকৃত্রিম স্নেহের প্রতিটি শব্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। একটি ছেলে ও মেয়ের মাঝে যে ভালোবাসার বন্ধন তৈরি হয় সেই বন্ধনের উর্ধ্বে গিয়ে অকৃত্রিম, অটুট কিছু ভালোবাসার সম্পর্ক থাকতে পারে, আমি সে ভালোবাসাকে কোনো নাম দিয়ে সংজ্ঞায়িত করতে চাই না। সুন্দর কিছু নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে আমার এই প্রথম গল্পের বইটি সাজানো।
বইটি সম্পর্কে আরো জানান, আদুরে ময়নাপাখি বইটি অন্যরকম কয়েকটি ভালোবাসার গল্প নিয়ে রচিত, একটু ব্যতিক্রমী ভালোবাসার অটুট বন্ধন তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, তরুণ প্রজন্মের কাছে ভালো লাগা তৈরী করবে।
এছাড়াও ভবিষ্যতে আরও ভালো কিছু লেখা পাঠকদের উপহার দেয়া পরিকল্পনা রয়েছে মহিমার।