————
আজ মিছিলে আসোনি! তাই;
হারিয়ে ফেলেছো স্বর্গে যাবার ইঙ্গিত
শুনতে পাওনি- নরক রেহাইর সংগীত
আজ মিছিলে আসোনি, তাই;
লড়তে শিখোনি- মরতেও না
ভাঙ্গতে শিখোনি; মেকি জেলখানা
আজ মিছিলে আসোনি;
অথচ পেরিয়েছে মুচি- জান্নাতের দু তলায়,
ধনাঢ্য তুমি ; মিছিলে এসেছো শেষ বেলায়
এ মিছিলের সারথী যাঁরা
ছিদ্দিক উমর গণি আলী খালিদ;
শ্লোগান সুরে হাঁকে কালিমার গীত
এ মিছিলের সারথী হতে চাও!; হয়ে যাও-
অচিরে দেখতে পাবে ঝুলন্ত ফাঁসি,
ঘুমের শেষে দেখবে; ওপারে আল্লাহর হাসি।
এ মিছিলে যোগদানে মন চায়বে;
যেদিন কাঁধে তোমার মালাকুল মাউত
সেদিন এ মিছিল তোমায়; করে দিবে ফাউত
এ মিছিলে আসোনি কাল
আগামি মিছিল এসো দলে দলে
মিছিলে ডাকছি না তোমায়- জান্নাতের তলে।