—————-
এই বৃষ্টি আমার সেই প্রিয়তমের পুরাতন সৃষ্টির
অনাসৃষ্টির প্রেম দেখায়,
আমি অপলকে বৃষ্টির নৃত্য দেখি,
প্রাণশক্তি পূর্ণ হইয়া উঠে,
সকল জড়তা হয় বিলীন;
আমার প্রিয়র সেই প্রথম চিঠি প্রাপ্তির ন্যায়।
বৃষ্টির শীতল স্পর্শ,
মনে পুলকের আবেশে আবৃত হইয়া পড়িল,
এই তো বৃষ্টির ছলচাতুরী;
মনে পড়ে সেই প্রথম দৃষ্টি ছোয়া।
নীল আকাশে মেঘমালার চাঞ্চল্যে প্রিয়র মনের রূপরেখা অঙ্কিত,
বৃষ্টি তুমি এতো রঙের ছায়া কিভাবে মাড়াও বলো?
তোমার নিষ্ঠুরতার ন্যায়
আমি তাহাকেও নিরবেই মেনে নিয়েছিলাম,
বৃষ্টি তোমার গায়ে তো বিরহের লেশমাত্র পাইনে,
তব তোমার পানে তাকালেই আমার অন্তর ঝলসে যায়;
প্রিয়র অবজ্ঞা বার বার বেহালা বাজায়,
আমি সয়ে যাই ব্যাথা ;
গান গেয়ে যাই সখা,
প্রিয় আসবে তবে
নতুন গান হবে লেখা।
তব আজও বৃষ্টি রয়েছে,
প্রেম রয়েছে; গান রয়েছে,
কিন্তু আমার প্রিয় নেই।