মোঃ আবু সঈদ,দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জেলা প্রশাসনের ব্যবস্হাপনাধীন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার খাস কালেকশনযোগ্য জলমহালগুলো ইজারা প্রদান করা হয়েছে। গত ২২/০৯/১৯ ইং তারিখে স্মারক নং-৩১.৬০.৯০২৭.০০০.০৩.০০৬.১৪-১৯/৯০৩ এর আলোকে উপজেলা সহকারী কমিশনার (,ভুমি) এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খাস কালেকশনের ইজারা গ্রহণের জন্য (১৪২৬ বাংলা ৩০ শে চৈত্র পর্যন্ত) মূল্যের ২০% জামানত সহ ২৬/০৯/১৯ইং তারিখ দুপুর ১.০০ ঘটিকার মধ্যে আবেদন পত্র দাখিলের আহবান করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী অদ্য দুপুর ১.৩০ ঘটিকায় সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা সমশাদ বেগম এর কার্যালয়ে ইজারা গ্রহণকারী মৎস্যজীবি ও সর্ব সাধারণের উপস্হিতিতে জমা রক্ষিত দরপত্র আবেদন বাক্স খোলা হয়। জমাকৃত আবেদন অনুযায়ী সর্বোচ্চ দর দাতা (১) সীমের খাল ও মারুয়া বিল- আবুল খায়ের,(২) নাইন্দা নদী-আব্দুর রউফ (৩) সনচাতল চামটি নদী- আব্দুল মতিন ও(৪) কাবিলাখাই বিলে-আব্দুল খালিক নির্বাচিত হন।
এসময় আরও উপস্হিত ছিলেন উপজেলা ভুমি অফিস এর সার্ভেয়ার অজয় কুমার দাশ, নাজির লিপটন তালুকদার, সমবায় দপ্তরের মোঃ জালাল উদ্দিন ও মৎস্য দপ্তর সহ বিভিন্ন প্রতিনিধি বৃন্দ প্রমুখ।