মোঃ ফিরোজ খান
“তুমি সুস্থ মনের সুখী মানুষ,
তোমার চেতনায় তুমি একজন বীর পুরুষ।
তুমি ভোরের সূর্য ওঠার মতোই হেসে ওঠো
তোমার কোনো চিন্তা নেই তুমি জয়ী।
তোমার সামান্য কষ্টে কেঁদে ওঠে মানব
ভয় নেই তোমার? চারপাশে আছে আলো।
মহান আল্লাহ তায়ালা অবশ্যই তোমাকে
সুখে শান্তিতে রাখবেন সবসময় সবখানে।
তোমার জন্য এত্তো বিশুদ্ধ শব্দ লেখা
তোমার জন্য মোহময় ছন্দ কবিতা।
তুমি খেলা করো মনের সঙ্গে হেসে হেসে
শুধু তোমার বেদনার করোটিতে বসে।
আমি অবাক হয়ে ভাবি তোমাকেনিয়ে
হঠাৎ থমকে যায় আমার সময় ও কলম।
স্তব্দ হয়ে যায় আমার সব ভাবনা
জমাট বেঁধে যায় আনমনে সব চিন্তা।
আমি স্হবির হয়ে যাই একাকী ভেবে
আনমনা আমি শুধু ভাবি চোখ বন্ধ করে।
তোমার বিজয়ী হাসিখুশি মুখের ছবি
চারদিকে ভেসে আসে বিজয়ের ধ্বনি।
তুমি ভেবনা?কোনো ভয় নেই তোমার?
তুমি জয়ী হবে কঠিন যুদ্ধের মাঠে।