——-
বঙ্গবন্ধু তুমি জাতির জনক, তুমি জাতির পিতা
তুমি যদি না বলতে স্বাধীনতার কথা,
আমরা আজও বোকাই থেকে যেতাম
দেশ থাকতো পরাধীনতার শৃঙ্খলেতে গাঁথা।
ভাষণ যদি নাই বা দিতে একটি আঙ্গুল তুলে
তবে মোরা থাকতাম আজও পরাধীনতার জলে,
তোমার গুণে বিস্মিত আমি, বিস্মিত আমার প্রাণ
বাংলার মাটিতে থাকব যতদিন গাইব তোমার গান।
————–
জেএসসি পরীক্ষার্থী,
কক্সবাজার মডেল হাই স্কুল।