--------------
সকাল হলে মায়ের আদেশ
বিদ্যালয়ে যাও,
লেখাপড়া শিখে তুমি
জীবনটা সাজাও।
সন্ধ্যা হলে মায়ের আদেশ
পড়তে বস খোকা,
অবমান্যে জীবন গড়ায়
খাবে নাকি ধোঁকা।
মায়ের আদেশ সঠিক মত
কর নামাজ-রোযা,
তা নাহলে পরকালে
পড়বে কঠিন বোঝা।
মায়ের আদেশ সব সময়ই
পালন করে যারা,
দুঃখ রয়না তাদের কভু
সুখী হয় যে তারা।
-------------
তানভীর আহমেদ
শিক্ষার্থী,ঢাকা বিশ্ববিদ্যালয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০