-----------------
মনটা হলো ঘড়ির চাকা
কতো কথাই ভাবে,
মন চলে যায় কা'বার পথে
বলে আমায়,যাবে?
মনের সাথে জ্যান্ত দেহের
মিলের অভাব হলে,
জ্যান্ত দেহ পড়ে থাকে
মন উড়ে যায় ছলে।
দেহ-মনে আড়াআড়ি
হয়না কারো দেখা,
দুজনারই হিসাব হবে
আমলনামায় লেখা।
-------------
লেখক: তানভীর আহমেদ
শিক্ষার্থী,ঢাকা বিশ্ববিদ্যালয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০