---------------
খেলতে যাবো আজ দুপুরে
ঐ পাড়ার বট পুকুরে
পানি নেই খালি শুধু
দেখেছে ঐ নব বধূ।
আজ বিকেলে খেলতে যাবো
ব্যাট বল সবই নিবো
যারা যারা সাথে যাবে
তারা সবাই খেলতে পাবে।
কাউকে যেতে জোর নেই
খেলা নিয়ে ভয় নেই
তোরা কেউ না গেলে
ওদের নিয়ে ফিরবো খেলে।
তারপরেও বলছি আমি
সবার থেকে তোরাই দামী
বাড়ির পাশে থাকিস সবাই
দিন দুপুর হচ্ছে দেখাই।
-------------
নামঃ জুয়েল নাইস
শিক্ষার্থী:ঢাকা কলেজ
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০