——
আমি একজন মহান নেতা
সকলের বড়ভাই
প্রতিদিন আমাকে প্রোটকল দিতে
আসে সবাই
বসে রই আমি চত্বরে, ক্যান্টিনে
ঠ্যাং তুলে মোর পায়
সবাই আমাকে হাজিরা দে এসে
সকালে, সন্ধ্যায়
প্রণাম করিতে আসে যে আমাকে
পাতিনেতা, বটনেতা
বাধ্য হয়ে আসে এখানে
ছাত্র ছাত্রীরা
একহাতে মোর ধরায়ে সিগারেট
বাড়াই অন্যহাত
আমার সাথে হাত মিলিয়ে সবে
লুঠে নেয় সোহবাত
চারপাশে মোর দাসদাসীরা
ঘিরিয়া রাখে যে মোরে
দাঁড়াইয়া থাকে
সবাই আমাকে মধ্যমণি করে
উচ্চকণ্ঠে ধরে তাহারা
চেতনার স্লোগান
হাতিতালি আর জিন্দাবাদে
ঝালাপালা হয় কান
আমার সাথে সেলফি তুলে সব
সুন্দরী ললনা
বিরক্তি দেখিয়ে তখন আমি বলি
আর না, আর না
লাইক, কমেন্টে ভাসায় আমাকে
সহমত ভাইয়েরা
পা চাটাতে ব্যস্ত সময়
পার করে তারা
মুখে চেতনা, চাঁদাবাজি আর
ভয়ের সংস্কৃতি
এটিই আমার নিত্যদিনের
ছাত্ররাজনীতি