———–
তুমি চলে যাওয়ার পর,
কেউ আমাকে বেহায়া বানাতে পারেনি,
তুমি চলে যাওয়ার পর
অন্য কেউ বিরক্তের কারণ হলেও
আমি কারো কাছে হইনি।
তুমি চলে যাওয়ার পর,
তোমার ঘৃণাকে, তোমার দেয়া দুঃখকে,
ভালোবাসা মনে হলেও
এখন কারোর সত্যিকারের ভালোবাসাকেও
ভালোবাসা মনে হয়না।
তাই আজও ক্যাকটাসকেই জড়িয়ে আছি।
তুমি চলে যাওয়ার পর,
আমিও যেন কোথায় হারিয়ে গেছি,
যেখান থেকে কেউ আমাকে ফিরিয়ে আনতে পারেনি,
কেউনা!
আমাকে ফিরিয়ে আনার জীবন্ত রিমোটটি
তাদের কাছে ছিলোনা।
————-
কবিঃ কাজী মিঞা
মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়