——————
ঝলমলে দিনে জমে আছে অন্ধকার,
গেইটের সামনে মূর্তিটার চোখে ধূলোর রুমাল,
শ্রাদ্ধের আয়োজন যদি মুক্তে মিলে বিষণ্ণ আত্মার।
কতগুলো কালো পাথরের দেয়ালের ওপারে,
অদৃশ্য মেলা বসেছে, শুধু ভেসে আসে সুর
বর্ণ নেই বলে কবির চোখে ধুলো জমে এই শহরে।
—————
©কাজী মিঞা
দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
224 Views