……………
ক্লান্তিহীন তোমার নগরে হেটে হেটে,
মস্তিষ্ক ভূগোলের গুদাম হয়েছে,
যেখানে জমে থাকা হাড়েও অনবরত ছোবল মারছে
বিষধর কেউটে।
ঘুরেফিরে জেনেছি ভালোবাসা বদলে যায় মানচিত্রে,
এই পাড়ের কুকুরের ডাক যায়না ওখানে,
কুকুর কুকুরই থাকে প্রভুভক্তি যত থাকুক তার চিত্তে।
গোবরে মগজে আকাশটাকেই মনে হতো ছাদ,
এখন বুঝি পুরো আকাশে রঙ নয় অভিন্ন,
আকাশেরও রয়েছে স্তরে স্তরে বাঁধ।
একই আকাশের নিচে থাকে গ্রাম, গঞ্জ
মেনে তাই কামনা এই, সে যেখানেই থাকুক-
আকাশটা নীলই থাকুক, দুঃখ হোক-
যেমন সেজে থাকে শরতের মেঘপুঞ্জ।
——-
কবিঃ কাজী মিঞা
মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়