——–
জমা থাকবে ভালোবাসা ভেজা টিস্যুর প্রাণে,
লেগে থাকবে কান নীল চিরকুটের ঠোঁটে, ,
অমর হবে চুম্বন আদরে রাখা কালো টিপে,
বেঁচে থাকবো আমরা কুত্তার ডাকে কিছু নির্ঘুম রাতে।
বেঁচে থাকবো আমি কালো ডায়েরির সবখানে,
অনাবিল হাসি নিয়ে বসে থাকবে ঠিক
ভালোবাসার মাঝখানে।
জ্বলে থাকবো আমরা স্বপ্নের ফানুসে,
কারো শহর সাজিয়ে দিবো প্রজাপতির
ডানার বাতাসে।
প্রভাত আবার আসতেই পারে,
আলো ঘিরে মেলা বসাতেই পারে
অগণিত পোকাদের দল,
তবুও মেঘের ভাজে ভাজে জমা থাকবো,
দেবতাদের নৌকা বাঁধে একূল।
ঘাসগুলো মরে যাবে, খেয়ে ফেলবে তৃণভোজীরা
জীবন্ত মাটিতে রয়ে যাবে শুধু উত্তপ্ত ভেজা সাহারা।
ছড়াবে কত স্মৃতির ঘ্রাণ চরণের ফুল,
একশিশি মদের ঘ্রাণে ছিলো অজ্ঞতার ভুল।
থেকে যাবে তা-ও!
থেকে যাবে ফাঁকি দেয়া হাতগুলো,
চাদরের জাদুতে নদীতে ঝর্ণা পৌঁছালো।
বেঁচে থাকবে নদী, উজ্জ্বল স্মৃতি,
অমর হবে রাগ, ঝগড়া আর খুনসুটি।
টিকে থাকবে ছেঁড়া স্যান্ডেল, অমলিন ছেঁড়া বস্ত্র,
আমরা হারাবো না, অমর হবো,
আমাদের বাঁচিয়ে রাখবে সেই অস্ত্র।
———
@কাজী মিঞা
দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।