তুমি ও আমি
বি,এম সাজ্জাদুল ইসলাম সোহাগ
তুমি কাছে আসা
তুমি মেনে নেওয়া
তুমি নির্জনতা
তুমি চুপি চুপি কথা বলা।
তুমি শিল্পীর গান
আমি সুর
তুমি যেওনা কখনো বহুদূর।
তুমি যাও যদি দূরে
আমি যে কষ্ট পাই
তোমার লাগি প্রতিটি প্রহরে।
তুমি রাতের আঁধার
তুমি সুন্দর নীল আকাশ
তুমি আমার হৃদয়ের ঠান্ডা বাতাস।
তুমি ঝড়ো হাওয়া
আমার নেই কোনো রেগে যাওয়া।
তোমার চলে যেতে যেতে ফিরে তাকানো
আর সুন্দর করে চোখ দুটি বাঁকানো
এনে দেয় মধুরতা নতুন করে
ভালোবাসা বুঝি একেই বলে।
তোমার সুন্দর মুখের ঝাপটানি
আমার হাত ধরে করা তোমার টানাটানি
আর করা তোমার যত সকল পাগলামি
এনে দেয়, এনে দেয় সুন্দরতর অনুভূতি।
তোমার সুন্দর করে হেঁটে চলা
আর এসে প্রথমে ভালোবাসি বলা
আমার বড়ই লাগে ভালো।
বদলায় মন, বদলায় রুচি
তবুও তো তোমাতেই ভালো আছি।
তোমার ঐ চোখ দুটি
আমার মনে সবসময় বেঁধে রাখি।
তুমি যখন নাও সুনামির রূপ
আমি তখন হয়ে যাই চুপ।
কারণ আমি জানি
তোমার মনে
আমার জন্য
সাগরের মতো গভীরতা
দেয় হাতছানি।