——————–
শুধুমাত্র অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে সৈনিক হওয়া যায়না; একজন বিনা অস্ত্রের মানুষ ও দেশের সৈনিক হতে পারেন যিনি সাধারণ ও অসহায় গরীবের বন্ধু ও কলম যোদ্ধা যার সুনাম ছড়িয়ে পড়ে সূর্যের আলোর মতোই সারা পৃথিবীতে তিনি হলেন জনাব রফিকুল ইসলাম ভাই যার পরিচয় আমি অবলোকন করতে সক্ষম হয়েছি নিউজ ভিশন অনলাইন পোর্টাল বা অনলাইন পত্রিকার মাধ্যমে। যার আরো একটি নাম আছে তিনি” নিউজ ভিশন” অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক। যিনি আমাকে তার স্বনামধন্য নিউজ ভিশন পত্রিকার সাহিত্য কলাম বিভাগে আমার বিভিন্ন লেখা প্রকাশ করে আসছেন বিগত দুই বছর থেকে। তার এই অবদান আমার জীবনের শ্রেষ্ঠ উপহার, তার মাধ্যমে আমি নিউজ ভিশন পরিবারের একজন সদস্য হতে পেরেছি।
এছাড়াও তিনি ব্যক্তিগত ভাবে আমাকে অনেক বেশি ভালোবাসেন আমার বিপদে দুখের সময় সবসময় স্বান্তনা দিয়ে আসছেন এবং আমাকে নিয়ে সবসময় চিন্তা করেন। সত্যিই কিভাবে আমি সন্মানিত রফিকুল ইসলাম ভাইয়ের এই ভালোবাসা শোধ করবো তা জানা নেই। তবে এতোটুকু সবসময় করবো যা শুধুমাত্র দুটি হাত তুলে এই মহান ব্যক্তির জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবো যেনো মহান আল্লাহ তায়ালা এই ভাইটিকে সুস্থ্য ও ভালো রাখেন সবসময়।
আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন নিউজ ভিশন অনলাইন পত্রিকার সফলতা কামনা করবো, যেনো একদিন নিউজ ভিশনের আলো এই পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে যায় এবং ন্যায়ের সঙ্গে সততার সাথে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে।
অবশেষে জনাব রফিকুল ইসলাম ভাইয়ের সুস্থতা কামনা করে তার জীবনের সৌন্দর্য যেনো মানুষের মনের মধ্যে স্থান নিতে পারে সবসময় যেনো মানুষের ভালোবাসা পেয়ে জীবনের বাকি দিনগুলো আনন্দের সঙ্গে কাটিয়ে যেতে পারেন।