ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

এই প্রকৃতি আমার–মো:হেলাল মিয়া

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৩, ১:০১ পূর্বাহ্ণ

Link Copied!

মো:হেলাল মিয়া।

শ্রাবণ মেঘের দিনের শেষে, শরতের সদ্য প্রস্ফুটিত কাশফুলের ন্যায় যখন সে এসে কড়া দেয় মোর আঙ্গিনায়,
তখন আমি একান্তই তোমার।

বর্ষার কাল মেঘকে দমন করে যখন শুভ্র মেঘ উড়ে যেতে দেখা দেয় শরতের নীল আকাশে তখন মেঘ হতে শুনতে পাই,
তুমি জন্ম জন্মান্তরের জন্য আমার।

শরতের সদ্য ফুটন্ত কেয়া,শিউলি কিংবা পদ্মের কলি,
সব ছাপিয়ে যায় তোমার পরশে,
কারন তুমি আমার।।

চির দিবসের জন্য, চির কালের জন্য তুমি শুধুই আমার।।

শরৎ বিদায় নেবে হেমন্তের নবান্ন উৎসবের আগমনে, আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব তোমার টানে থাকব তোমার ক্রান্তিলগ্নে,
কারণ তুমি আমার।

বিধাতার যত চির সুন্দর সৃষ্টি আছে তার মধ্যে তুমি অনিন্দ্য। তাই আজ মন ছুটে গেছে সকল অতীত কে ভুলে তোমার কাছে,
কারন তুমি আমার হবে।

পৃথিবীতে রচিত হয়েছে যত গোপন বিরহ প্রেম, তার মধ্যে তোমার আমার প্রেমই সেরা,
কারন তুমি আমার শত জনমের চির অমর আত্মা।

হেমন্তের শুষ্ক শিশির বিন্দু হতে ভেসে আসুক আমাদের অমায়িক প্রেমের বার্তা,
সে ও জানুক তুমি আমার।

শীতের জীর্ণতা কে কাটিয়ে একটু উষ্ণতা অনুভব করুক, সকাল বেলার ঘোর অমানিশায় একটু দৃশ্যমান হউক আমাদের এই পথ,
কারন পথ হারালেও যেন তোমাকে না হারাই,
কারন আমি ও তোমার।

শীতকে পরাজিত করে বসন্তের বাসন্তী উৎসবে পাশে রাখব তোমায়,
নানা ফুলের গন্ধে আর কোকিলের ডাকে যেন তুমি চলে না যাও,
কারন তোমার স্থান আমার এ হৃদয়ে।

চৈত্রের দুপুরে যদি পিপাসায় খাঁ খাঁ করে তোমার ওই কোমল হৃদয়, ছুটে আসিও আমার পানে,
সমস্ত পৃথিবী তন্নতন্ন করে খুঁজে বারিধারা এনে দিব তোমার নিকটে,
কারণ বড্ড ভালোবাসি তেমাকে।।

বর্ষা বাদল ও দিনে এই তনু মলিন করে তুমি চলে যেও না,নইলে বর্ষা তার বর্ষণ ধারা থামিয়ে দেবে,
শুষ্ক হবে চাষের জমি,নইলে এই দেহ হবে মিসরীয় সভ্যতার মমী।
কারন তুমি আমার।

অমর হউক আমাদের বেদনা মলিন এই প্রেম, মুখে মুখে থাকুক আজীবন,মানব হৃদয়ে স্মরণীয় থাকুক প্রেমের কথা মালা।
ঋতু আসুক, ঋতু যাক, প্রকৃতি
পরিবর্তন হউক আর নাই হউক,
তবুও তুমি আমার।।

আমারই থাকবে তুমি সবসময় শরতের শুভ কাশফুলের ন্যায়,
সব সময় নতুন রুপে নতুন সাজে
এই হৃদয়ের মাঝে।

তুমি আমার,তুমি আমাদের।।

431 Views

আরও পড়ুন

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনির উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‘মনগড়া অপপ্রচার’: শাহপরীর দ্বীপ জেটি ইজারা বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন জামায়াত নেতা ফারুক

চকরিয়ায় দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন

নাসির উদ্দিন সাথীর অপকর্ম এবং মাই টিভি চ্যানেল দখল

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় ‘জুলাই’ বিরোধী মন্তব্য: অষ্টম শ্রেণির ছাত্রকে মারধর, উত্তপ্ত পরিস্থিতি