—–
যদি কাউকে ভালোবাসো
তাকে ছেড়ে দিও,
তবে এতটা ছেড়ে দিও না
যে, তোমার অস্তিত্ব ভুলে যাবে।
আবার এতটা আটকে রেখো না
যে, তোমার থেকে মুক্তি চাবে।
স্বভাবতই স্বাধীনপ্রিয় কেউ
শিকলে বাঁধা পড়তে চায় না।
তাই এমন ভাবে ভালোবেসো
যাতে সে তোমার গুরুত্ব বোঝে,
যদি কেউ নিজেই বন্দি হতে চায়,
ক্ষতি নেই তাতে।
তবে জোর করে কাউকে বন্দি করা
মিথ্যে বাহাদুরি ছাড়া কিছুই নয়।
যদি সত্যি তুমি মন থেকেই কাউকে চাও,
তাহলে বিধাতার কাছে চাও রোজ।
হালাল সম্পর্কের চেয়ে,
উত্তম আর কি হতে পারে!
১ নভেম্বর, ২০২৩