আলিসা জাহান মিম
আত্ম-সমালোচনা
জ্ঞান দেওয়া সহজ
বোঝানো আরো সহজ
তবে নিজেকে নয় কেন?
হাজার প্রশ্নের তীর,
ছুঁড়ে দেওয়া সহজ
উত্তর দেওয়া নয় কেন?
খুব চিনি অন্যকে
কে কেমন সবই জানি
তবে ঠকে যাই কেন?
নিজেকেও খুব চিনি
তাই মনের কৌশলের কাছে
রোজ হার মানি, নাটকীয়ভাবে।
এত বুঝি এত জানি
এসবের প্রয়োগ হয় কোথা?
মিছে সব মায়া,
ভালবাসা তবে মায়া নয়
ছলনা বলাই যায়,
পরিহাসও বলা চলে বটে।
যত মন্দ তাই আমার
যত ভালো সবই তোমার
মেনেই নিলাম, কি আর বলি!
বিধাতা জানেন, কেমন আমি
ভালোবাসি, বিশ্বাস করি
তাই ছেড়ে দিলাম নিজেকে তাঁরই ওপর।