-মোঃ ফিরোজ খান
ঢাকা থেকে গবেষণা কাজে
এসেছি ছুটে আমরা নয়জন,
ছুটছি সবাই এক নিয়মে
বগুড়া জেলার বিভিন্ন স্থানে।
–
সকাল হলে কাজের দিকনির্দেশনা নিয়ে
আমরা নয়জন যাই বেড়িয়ে,
হোটেলে গিয়ে সবাই মিলে
নাস্তা করি একত্রিত হয়ে।
–
এভাবেই চলছি আমরা
মিলেমিশে একত্রিত হয়ে
সারাদিন পরে ঘরে এসে
কাজের ফলাফল নেই মিলিয়ে।
–
টিম লিডারের কথামতো
চেষ্টা করি কাজ করতে,
রাজন দাস টিম লিডার
শওন দা বেক চেকার।
–
ছোট ভাই আকিব ভালো
হাসিখুশি ঝিনুক দিদি,
সুমা আপু বড্ড ভালো
আফরোজা আপু ছড়ায় আলো।
–
লতিফা আপু খুবই লক্ষী
নুরুল ইসলাম ভাই থাকে চুপচাপ
আমি ফিরোজ সার্ভে কাজে নতুন
আমরা নয়জন একটি দল
গবেষকরা পেয়ে থাকেন বল।