ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

আবু শাহেদ চৌধুরীর কবিতা : আহাম্মক আরণ্যক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ জুন ২০২৫, ৭:২০ অপরাহ্ণ

Link Copied!

আহাম্মক আরণ্যক
— আবু শাহেদ চৌধুরী

কোন এক দুই-দুয়ারী সভ্যতার করাল গ্রাসে একদিন তিমির হলে
তোমাকেও নতুবা সংশয়ে
তিমিরের হাহাকারে বেদনার অলংকৃত প্রজ্ঞাপন জুড়ে দিতাম
হয়তো নিমীতলোচনে ভাবছো কী ভীষণ দুঃসহ শাখালীন
এখনো রাতের তিশা টেরাকোটা নিদাঘে কাঁদে হুল্লোড়ের হলারে
হয়তো তবুও দেখবো এক জাত্যাভিমানের গালে
তোমারও বইছে রক্তধারা কালহীন তিলক-কপোলে!
দেখেছো, ভেবেছো, উঠেছো, নেমেছো, ভরেছো সাঘাটা শিখর
ভিখারি তোমারে আপনার থেকেই জানায় নি আর মকর
ভেবেছি তাও তো, বলবো ভাবছি, ভাষণদানেও লেখা
আমার তবু তো পর হয়েছে তোমার কপালে ঠেকা
তোমার দুয়ারে দাত্রী দেওল দ্বিধার চোটে ফোটে
ভুললে তবু বল হেরে যায় বলার ভুলেই ছোটে
আমাকে আবারো অশ্বেত এক সাগর ডেকেছে ভোরে
কেমন করিয়া না বুজে থাকি সেই নিদানের তোড়ে?
ভাবছি তবু চলে যাবো ভাবতে কী আর দোষ
মানুষ যখন মন পেয়েছে মনের মূলেই ঘোষ
তবু তো তোমার তিরোধানে তিলক ছুঁয়েছে পা-ও
আমরা তবু হারার কালে গাল শুনেছি—“ফাও!”
আমরা তবু ভোর গুনেছি, রাত গুনেছি ঢের
কেমন করে এবাকাসে তাও তো পাও নি টের!
টোপ গিলে যেই ধুতরাদলে দলা পাকায় গলে
স্মরণে আর কিবা পাষাণ চোখের পরেই ম’লে
এবার তো তাও তোমার দিকে করুণ করে চাই
হয়তো তোমার তোষামোদে ত্রুটির জোরটি নাই
তাই তো তুমি তৃণদলে দলেই যাচ্ছো রোজ
তোমাকে তাও আপন ভেবেছি, পণ যদিবা নিখোঁজ
হয়তো আকাশে তারার খোপে দেখি নি স্পার্টান
তোমার নগরে এক দেশ চেয়েছি বারণে বারংবার
আর হার চেয়েছি, পার পেয়েছি জীবনখাতার ভারে
এখনো মিডলে কিছুই না বলে বোঝাও চাবাহার
আর সামারে নর্থ ক্যারোলে নাই বা পেলে আর
তবু আছি তোমার
তবু রবো তোমার
তবু আশ্বাস এ বদান্যতার
তোমাকে তো বাঁচতে দিলো
আমাকে করলো আমার!

168 Views

আরও পড়ুন

বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান

লাশের উপর নৃত্যঃ স্বপ্নের পথে কেনো রক্তের ছাপ?

শেরপুরে নালিতাবাড়ীতে পরিত্যক্ত ঘর ও পাহাড়ের ঢাল থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফে ইজিবাইকে মিললো১০হাজার ইয়াবা,আটক-২

সংসার সামলে হলেন বিসিএস ক্যাডার আরিফা

মণিপুরী মুসলিম শিক্ষার্থী সুমাইয়া এসএসসিতে জিপিএ-৫ ও মেধাবৃত্তিতে শীর্ষে

বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ

রেজভীর কৃতিত্ব: গোল্ডেন এ প্লাস পেলেন মণিপুরী মুসলিমের মেধাবী শিক্ষার্থী

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার