oplus_2
দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
এম এ মোতালিব ভুইয়া :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচি চলে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) এবং পরিবার কল্যাণ সহকারীরা (এফডব্লিউএ) অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, পদোন্নতি প্রদান, জনবল সংকট নিরসন, সময়মতো বেতন নিশ্চিতকরণ, বেতন-বৈষম্য দূরীকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং মাঠপর্যায়ের কর্মীদের সার্ভিস কাঠামো পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরে তুলে ধরা হলেও প্রয়োজনীয় সিদ্ধান্ত না আসায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।
এসময় বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদুয়ান রহমান, কামাল হোসেন, পরিবার কল্যাণ পরিদর্শীকা শিপা বেগম এবং পরিবার কল্যাণ সহকারী সুজিনা বেগম। বক্তারা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান, সচেতনতা সৃষ্টি, মা–শিশুস্বাস্থ্য সুরক্ষায় কাজ করলেও তারা যথাযথ সুবিধা ও নিরাপত্তা থেকে বঞ্চিত।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—প্রণব চন্দ্র সরকার, সামসূর রহমান, সাবিহা, সুফিয়া, দীপা রাণী সরকার, নাজমীন, রুনা বেগম, সায়েদা, মমতা রাণী দাস, বিউটি রাণী দাস, সিদ্দিকা প্রমুখ।
উপস্থিত কর্মীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত শান্তিপূর্ণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।