ঢাকারবিবার , ৬ অক্টোবর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পেকুয়া সাব রেজিস্টার অফিসের প্রধান সহকারীর নেতৃত্বে চলে ঘুষ বানিজ্য

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, ৩:০০ অপরাহ্ণ

Link Copied!

হুমায়ুন কবির,পেকুয়া(কক্সবাজার):

কক্সবাজারের পেকুয়া সাব রেজিস্ট্রার অফিসে বেপরোয়া ভাবে চলছে ঘুষ বানিজ্য।

ঘুষ বাণিজ্যে নেতৃত্বে দেন সাব রেজিস্টার অফিসের প্রধান সহকারী অর্চনা প্রভা বড়ুয়া। ঘুষ বানিজ্যে জড়িত প্রধান সহকারী অর্চনার খুটির জোর নিয়ে পেকুয়ার অফিস পাড়া ও সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

গত এক বছর ধরে পেকুয়া সাব-রেজিষ্টার অফিসে অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের আঁখড়ায় রূপান্তর করে প্রধান সহকারী অর্চনা চরমভাবে বেপরেয়া হয়ে উঠেছে।

জানা যায়, সম্প্রতি সময়ে অর্চনার বেপরোয়া ঘুষ বাণিজ্যে’র বিষয়ে স্থানীয় ও জাতীয় একাধিক পত্রিকায় তথ্যনির্ভর ও বস্তুনিষ্ট প্রতিবেদন প্রকাশিত হলেও কক্সবাজার জেলা রেজিষ্টার অফিস ও নিবন্ধন অধিদপ্তর কর্তৃপক্ষ ঘুষখোর প্রধান সহকারী অর্চনার বিরুদ্ধে রহস্যজনক কারণে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। এরফলে দিন দিন ঘুষ বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছে অর্চনা। অর্চনা কোন কিছু তোয়াক্কা করেনা। প্রতি বুধবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দলিল লেখক ও দলিল লেখক সহকারী মুন্সিরা প্রধান সহকারী অর্চনাকে ঘুষের টাকা দিতে অফিসে ভীড় জমায়।

সম্প্রতি কক্সবাজার জেলা রেজিস্টার বিকাল ৪টার পর পেকুয়া সাব রেজিস্টার অফিস খোলা না রাখতে মৌখিকভাবে নির্দেশ দিলেও সে নির্দেশ মানতে নারাজ ঘুষখোর ও বিতর্কিত প্রধান সহকারী অর্চনা। পেকুয়া সাব রেজিস্টার অফিসের প্রধান সহকারী অর্চনা নিজের ইচ্ছে ও খেয়াল খুশিমতো সরকারী অফিসকে ঘুষ বাণিজ্যে ও দুর্নীতির আঁখড়ায় রূপান্তর করেছেন।

পেকুয়া সাব-রেজিস্টার অফিসের কয়েকজন দলিল লেখক ও দলিল লেখক সহকারী মুন্সি জানান, ঘুষখোর অর্চনা যে অফিসেই চাকুরী করেন, সেখানেই ঘুষ বাণিজ্যে জড়িয়ে পড়েন। বছর খানেক পূর্বে চকরিয়া সাব রেজিস্টার অফিস থেকে বদলী হয়ে পেকুয়া সাব-রেজিস্টার অফিসে যোগদান করেন অর্চনা। আর পেকুয়ায় যোগদান করেই শুরু করেন বেপরোয়া ঘুষ বাণিজ্যে। অর্চনার চাহিদা মতো ঘুষের টাকা না দিলে দলিল লেখক ও দলিল লেখক সহকারী মুন্সিদের নানাভাবে হয়রানী করেন অর্চনা। দলিল নিবন্ধনের সময় সরকারী ফি’র ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিলেও নিবন্ধনের সময় অর্চনাকে নির্দিষ্ট হারে ঘুষের টাকা দিতে হচ্ছে বলে জানা গেছে। অর্চনা সাব-রেজিস্টার অফিসে একচেটিয়া প্রভাব বিস্তার করে জমি নিবন্ধনে আগত সেবা প্রার্থী ও দলিল লেখকদের চরমভাবে হয়রানী করে যাচ্ছেন। তার নেতৃত্বে পেকুয়া সাব-রেজিষ্ট্রার অফিসে একটি সিন্ডিকেট করে রাতে বা আন অফিসিয়ালি সময়ে রেজিস্ট্রী সম্পাদন করে সেবা প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। অফিসের অন্য কর্মচারীদের তোয়াক্কা না করে এসব অপকর্ম করে যাচ্ছেন অর্চনা।

পেকুয়া সাব রেজিষ্ট্রি অফিসে আগত একাধিক সেবা প্রার্থীরা জানিয়েছেন, সরকারি ফি ছাড়া প্রতি লাখে এক হাজার টাকা করে ঘুষ দিতে হয় অর্চনাকে। এভাবে জমি ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে সংশ্লিষ্ট দলিল লেখকদের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন প্রধান সহকারী অর্চনা। ঘুষের দুই ক্যাটাগরিতে দলিল সম্পাদন হয় পেকুয়া সাব রেজিষ্টার অফিসে। প্রথম ক্যাটাগরি দলিলের মূল্য ২০ লাখের কম হলে সেক্ষেত্রে ঘুষ দিতে হয় প্রতি লাখে নয়শত টাকা। আর দলিলের মূল্য যদি ২০ লাখের বেশি হয় সেক্ষেত্রে ঘুষ দিতে হয় প্রতি লাখে আটশত টাকা। দলিল লেখকের নামে কয়টি দলিল সম্পাদন হয়েছে তার হিসাব অনুযায়ী ঘুষের টাকা হিসেবে করে আদায় করেন পেকুয়া সাব রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী অর্চনা। এ ছাড়া পেকুয়া সাব রেজিষ্টার অফিস থেকে দলিলের অবিকল নকল কপি তুলতে নকলনবিস বিকাশ চৌধুরী, নকলনবিস তারেকুর রহমানকে দিতে হয় সরকারি ফি’র বাইরে অতিরিক্ত দেড় হাজার টাকা। এভাবে পেকুয়া সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা যে যার যার মতো নিজেদের খেয়াল খুশিমতো দেদারসে ঘুষের টাকা আদায় করে পুরো সাব রেজিস্ট্রি অফিসকে অফিসকে ‘ঘুষের হাটে’ রুপান্তর করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে পেকুয়া সাব-রেজিস্টার অফিসের প্রধান সহকারী অর্চনার সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সমূহ অস্বীকার করেছেন।

কক্সবাজার জেলা রেজিস্টার বলেন, পেকুয়া সাব রেজিস্টার অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে।

261 Views

আরও পড়ুন

দেশের স্বাধীনতা সংগ্রামে আলেম ওলামাদের বিশেষ ভুমিকা ছিল–মহেশখালীতে ওলামা মাসায়েখ সম্মেলনে হামিদ আযাদ

আনন্দীপুর পুষ্প স্পোর্টিং ক্লাবের অফিস উদ্বোধন ও কমিটি ঘোষণা

কাপাসিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এফ এম কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক লিটন

শহিদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না। শহিদরা জাতির সম্পদ- আমীরে জামায়াত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত, বিপদ সীমার ওপরে নদীর পানি

দোয়ারাবাজারে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পদত্যাগ করলেন বুটেক্সের উপাচার্য

সাইফুল ইসলামের কবিতা: প্রকৃতির ছবি

কক্সবাজারে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাই: থানায় অভিযোগ

আগামী ১১ অক্টোবর বিশাল কর্মি সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কক্সবাজারের পিএমখালীতে খাল দখল মুক্ত করলেন ইউএনও

বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর (স:) আদর্শই একমাত্র পথ