ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

২ যুবক নিহতের ঘটনায় ঘোড়াঘাটে ৩৮ বাড়ি অগ্নিকান্ডে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
admin
২৮ জানুয়ারি ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ণ

Link Copied!

মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা

দিনাজপুর ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই জন নিহতের ঘটনায় একদিন পর ৩৮ বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষ। ঘরবাড়ি না থাকায় পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে দিন রাত যাপন করছে।

এঘটনায় মামলার প্রধান আসামি আজাহার আলী মন্ডল (৬৩) আত্ম গোপনের একদিন পর রংপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যব। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে রংপুরের ধাপ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব ১৩ দিনাজপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এদিকে শুক্রবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার ওই গ্রামে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, অগ্নিকান্ডে ঘটনায় জড়িতদের সকলকে আইনের আওতায় আনা হবে।

বিকেলে পরিদর্শন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি পরিদর্শন শেষে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন তিনি।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, আমরা শুধু ক্ষয়ক্ষতির পরিমানটা বের করার চেষ্টা করেছি। প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।তবে এটি চুড়ান্ত নয়। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে চুড়ান্ত একটি হিসেব বের করা হবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ বলেন, হত্যাকান্ডের ঘটনায় ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে সব ধরণের চেষ্টা অব্যাহত রেখেছি। তিনি আরো বলেন,অগ্নিকান্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে সংসদ সদস্য শিবলী সাদিক বলেন,এখানে যে ঘটনা ঘটেছে সেটি দুঃখজনক ও অপ্রত্যাশিত।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা তাদেরকে সব ধরণের সাহায্য সহযোগীতা প্রদান করবো।

আরও পড়ুন

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

আমতলী ইসলামিয়া মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি ড. মিজান ও বিদ্যুৎসাহী প্রতিনিধি মা: লুৎফর রহমান

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের শেষ কর্মদিবস— বিদায় জানালেন আবেগঘন বার্তায়

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে জবাই করে হত্যা