মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
মুসলীমদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ রবিবার হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার রয়েছে স্বাভাবিক ।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রবিবার মুসলীমদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদে মিলাদুন্নবী এ উপলক্ষে সরকারি ছুটি থাকার কারণে হিলি স্থল শুল্ক স্টেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানিসহ বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য ওঠানো, নামানো, ডেলিভারি দেওয়াসহ সব কাজ বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে বন্দর দিয়ে আবারও দুদেশের মধ্যে আমদানি- রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হবে।