মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দিপাবলী উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে মিষ্টি পাঠিয়ে দিপাবলীর শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ)।
শুক্রবার বিকেল সোয়া ৫টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার আরকে বালেরাও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেনের হাতে ২ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে দিপাবলীর শুভেচ্ছা জানান ও একে অপরের সহিত কুশল বিনিময় করেন। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি চেকপোষ্ট কমান্ডার নায়েক রাকিব হোসেনসহ উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যগন উপস্থিত ছিলেন।
ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার আরকে বালেরাও জানান, আগামীকাল আমাদের ধর্মীয় উৎসব শুভ দিপাবলী, এ উপলক্ষ্যে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে দিপাবলীর শুভেচ্ছা জানানো হয়েছে। তারাও আমাদেরকে গতকাল মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এতে করে সীমান্তের দুপারে দায়ীত্বরত দুবাহিনীর মাঝে বিরাজমান যে সম্পর্ক রয়েছে সেটি আরো জোরদার হবে। আর এ রেওয়াজ বেশ কিছুদিন ধরে হিলি সীমান্তে চলে আসছে।