মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :
“শেখার জন্য এসো সু-শিক্ষায় আমাদের মুল লক্ষ্য, সেবা জন্য বেরিয়ে যাও সাফল্য আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে আন্তঃক্রীড়া ও পুরস্কার বিতরণী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সমাপনী পরীক্ষার্থীদের দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ এইচ এম আওলাদ মন্ডল, জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর, সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা,পারুল নাহার, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসান প্রমুখ।