মোস্তাকিন হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :
“খেলাধুলাই বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল”এই প্রতিবাদ্যকে সামনে রেখে সিঙ্গাপুর প্রবাসী মশফিকুর রহমান মশফিক নিজ গ্রামে আগম উপলক্ষে দিনাজপুরে হিলিতে ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বোয়ালদাড়-বানিয়ালের যুুব সমাজের আয়োজনে বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহন করেন আটটি দল। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন সরঞ্জাগাড়ী আশিক সইজস্টরর দল বনাম জালালপুর খেলোড়ার কল্যান সমিতি।
খেলায় সরঞ্জাগাড়ী আশিক সইজস্টরর দলকে ০২-০৩ গোলে জালালপুর খেলোড়ার কল্যান সমিতি দল চ্যাম্পিয়ন হন।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মহিতুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
এতে বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত,্ নবাবগঞ্জ উপজেলা ছাললীগের সাবেক সাধারণ সম্পাদক তাজোয়ার মোহাম্মদ ফাহিম (নাইন্টি),হাকিমপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম,পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দলকে বড় খাসি ও পরাজিত দলকে ছোট খাসি তুলে দেন প্রধান অতিথিবৃন্দরা
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০