মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
দিনাজপুরের হিলিতে বে-সরকারী টেলিভিশন চ্যানেল জযযাত্রা টিভি’র ১ম বর্ষপুর্তি উপলক্ষে,র্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় হাকিমপুর প্রেসক্লাব থেকে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়,র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে হাকিমপুর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়যাত্রা টেভিলিশনের হিলি প্রতিনিধি অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন।
বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হিলি মাদ্রাসা অধ্যক্ষ শামছুল হুদা খান, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ,ডিবিসি টেভিলিশনের হিলি প্রতিনিধি মাসুদুল হক রুবেল,যায়যায়দিনের হিলি প্রতিনিধি রমেন বসাক প্রমুখ।