মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
“সমবায় শক্তি, সমবায় মুক্তি’’ এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৪৮ তম জাতীয় সবমায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা সমবায় অফিসের আয়োজনে আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে র্যালি বের করা হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুর-উর-রশিদ , ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমানসহ অনেকে।