মোস্তাকিম হোসেন, হিলি স্থলবন্দর সংবাদদাতাঃ
‘‘দক্ষ যুব গড়ছে দেশ, বন্ধুবন্ধ’র বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে ।
দিবসটি পালনে আজ শুক্রবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে ইউএনও আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, প্রভাষক আশরাফ আলী প্রধানসহ আরও অনেকে।