মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
দিনাজপুরের হিলিতে ছাত্র/ছাত্রীদের সঠিকভাবে বেড়ে উঠতে ও তাদের মেধা বিকাশ ঘটাতে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা কৃমি ট্যাবলেট খাইয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করেন। উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৩৮ হাজার ছাত্র/ছাত্রীদের এই ট্যাবলেট খাওয়ানো হবে।
এসময় সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল মাহমুদ, কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, কৃমির কারনে ছাত্র/ছাত্রীরা সঠিকভাবে বেড়ে উঠতে ও তাদের মেধা বিকাশ ঘটাতে পারেনা। সেই সাথে কৃমির কারনে কি কি রোগ হতে পারে এবং তা থেকে পরিত্রানের উপায় সম্পর্কে আলোচনা করা হয়।সেই সাথে খাবারের আগে প্রত্যেককে হাত ধুয়ে খাবার খেতে ও হাত ও পায়ের নগ পরিস্কার রাখার আহবান জানানো হয়।