মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল
হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতাঃ
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অলি মিয়া হাজ্বী বাড়ির রাস্তার ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন ফরহাদাবাদ ইউনিয়নের পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ইদ্রিছ মিয়া তালুকদার।
জানা যায়, ফরহাদাবাদ ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ড সূত্রধর পাড়ার কালভার্ট নির্মাণ সমাপ্ত হয়। চলমান কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে প্রায় ২৩ লাখ টাকা বাজেটের একটি ব্রিজের নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করা হয়। নির্মাণধীন এ ব্রিজের ঠিকাদারির কাজ পেয়েছেন এস আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শিমুল।
শুভ উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন, ১নং ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান
জনাব আলী আকবর, ফরহাদাবাদ ৭নং ওয়ার্ড এর মেম্বার জহুর আহমদ,৮নং ওয়ার্ড ফরহাদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন ফরিদ,মফিজুর রহমান,নাসির উদ্দিন,আলহাজ্ব তবী হাজী,ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহেদ হোসেন বাবুল সহ অন্যান্যরা।
এ সময় ঠিকাদার এস আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শিমুল বলেন, এ কাজটি শেষ করার জন্য আমাকে ৩ মাসের সময় দেওয়া হয়েছে। আশা করি এর মাঝেই কাজ শেষ হবে। চলমান এ কাজটি শেষ হলে ওই এলাকার প্রায় ২ হাজার লোকজন উপকৃত হবে।