মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল
হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতাঃ
হাটহাজারীতে সনাতনী সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোপূজা আজ ৪ অক্টোবর শুক্রবার থেকে শুরু হয়েছে।
উপজেলার আওতাধীন বিভিন্ন মন্দির ও পূজা মন্ডপ প্রাঙ্গণের দিকে এগিয়ে যেতে চোখে পড়ছে লাল-নীল আলোর চোখ ধাঁধানো খেলা। প্রবেশ তোরণ থেকে মন্দির জুড়েই বর্ণিল আলোকের রূপবিন্যাস এবং প্রতিমাগুলোর সাজসজ্জা অপূর্ব। সাধারণত আশ্বিন শুক্লপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশম দিন অর্থাৎ দশমী অবধি পাঁচ দিন দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০