—–
রাতের ঘুমের স্বপ্ন হয়ে
মনকে তুমি ভেজাও দিনেরাতে।
প্রতিরাতের ভাবনায় শুধু তোমাকে ভাবি
শিশির ভেজা ঘাসের বুকে তোমার প্রতিচ্ছবি।
স্মৃতিগুলো শুধু হাতছানি দেয়,
ঘাসফড়িং এসে তোমার খবর নেয়।
কেন জান?
তোমাকে খবরটা আমাকে দিতে;
ভালোবাসার শেষ রক্তবিন্দুটাও,
আমি দিয়ে দিলাম তোমাকে
এখনো দিনে দুপুরের মাঝে
হারিয়ে খুঁজি তোমাকে।
এখনো আমি আছি তোমারি অপেক্ষায়
কবে তুমি এসে ধরা দিবে
হবে যে আমার চিরচেনার।