মোস্তাকিন হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা ঃ
দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহন করলেন দক্ষিণ বাসুদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনওয়ারুল হক টুকু।
রোববার সন্ধ্যা ৭ টায় হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচনি দায়িত্ব বুঝে দেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক মো: ইসরাইল হোসেন ও বৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মো: আল মুনসুর,।
এছাড়াও অন্যান্যদের মধ্য প্রেসক্লাবের যুগ্ন্ সাধারণ সম্পাদক মাসুদুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক,সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন, সদস্য মিজানুর রহমান মিজান ও নুরুজ্জামান হোসেন উপস্থিত ছিলেন।
আগামী ৮ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে হাকিমপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।