মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
।
বর্ধিত সময়েও হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় সুনামগঞ্জ আদালত প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭মার্চ ২০২৪ খ্রি) সকাল ১০ ঘটিকায় সুনামগঞ্জ নতুন কোট প্রাঙ্গণে
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম,এড.বুরহান উদ্দিন দোলন, এড. মনিষ কান্তি দে মিন্টু, এড. সবিতা চক্রবর্তী, এড. মহসিন রেজা মানিক, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রমেন্দ্র কুমার দে মিন্টু, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুখেন্দু সেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য,সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহ সভাপতি মোঃ আলীনুর, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা,শহীদনুর আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ আবু সঈদ, জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি মহিম তালুকদার সহ প্রমূখ।
প্রতিবাদ সমাবেশ শেষে হাওর বাঁচাও আন্দোলনের আগামি কর্মসূচী সকল উপজেলায় হাওরের বাঁধ পরিদর্শন পরবর্তী কৃষক সমাবেশ, স্মারকলিপি প্রদান,প্রেস কনপারেন্স সহ আন্দোলন চলমান থাকার কর্মসূচী ঘোষণা করা হয়।
।