ডি এইচ মনসুর আনোয়ারা :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবার ১১ জন চিকিৎসক বিনা অনুমতিতে অনুপস্থিত পেয়েছেন সিভিল সার্জন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আনোয়ারায় উপজেলা হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে এই চিত্র দেখতে পান সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
এ জন্য আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচএফপি) মো. মামুনুর রশীদকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আনোয়ারায় ১১ চিকিৎসক অনুপস্থিত ছিলেন। এ ছাড়া আনোয়ারায় স্টাফ নার্সসহ মোট ১৩ জন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন । কি কারনে অনুপস্থিত ছিলেন তা কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়।