শেখ রিপন ,সাতক্ষীরা প্রতিনিধি ঃ
ভয় নয় আইন মানুন, নিরাপদে বাড়ি চলুন, এ স্লোগান কে সামনে রেখে মঙ্গলবার সকালে খর্ণিয়া হাইওয়ে পুলিশে উদ্যাগে তালা উপজেলার,ডুমুরিয়া উপজেলা সহ বিভিন্ন মড়ে বাজারে ওসি মাহমুদ আলম (খর্ণিয়া হাইওয়ে থানা) নেতৃত্বে সড়ক পরিবহন আইন কার্যকর করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন খর্ণিয়া হাইওয়ে থানার অন্তরগত চুকনগর হাইওয়ে ক্যাম্পের এস, আই, এম আশরাফুল সহ অন্য পুলিশ সদস্যরা । পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে সচেতনতা মূলক প্রচার প্রচারণা করেন।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে খর্ণিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক সড়ক আইন ২০১৮ পড়ে শোনান ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বাস, সিএনজি, অটোরিক্সা ও মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে করে বলেন, সবাইকে ড্রাইভিং লাইসেন্স সংরক্ষণ ও মোটরসাইকেলে দু’জনের বেশি চলাচল না করাসহ সড়ক পরিবহন আইন মেনে মোটরযান চলাচলের জন্য আহ্বান জানান।