ঢাকারবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে–বিভাগীয় কমিশনার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ জুলাই ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে নবাগত বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সাথে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, ডিজিটাল বাংলাদেশকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ চলছে। আগামীর উন্নত-সমৃদ্ধ ও পরিচ্ছন্ন দেশ গড়ার ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি দায়িত্বশীল সকলকে একযোগে আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে। তিনি জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, শেরপুরকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ।
পরে শেরপুরের তুলশীমালা ধান জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া উপলক্ষে এক অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাস।

এরপর জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত ‘জনসেবায় জনহাসি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারের তত্বাবধানে বইটির সম্পাদনা করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুুদুল হক।

61 Views

আরও পড়ুন

ভিসানীতির অন্তরালে কোন ষড়যন্ত্র বা দুরভিসন্ধি থাকলে জনগন তা হতে দেবেনা। – হানিফ

জামালপুরে শিশু সাংবাদিকতার কর্মশালায় সনদ বিতরণ

রাজশাহীতে বিএনপি নেতা চাঁদের তিন বছর জেল।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু সঈদ এর পিতার ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯ দিনব্যাপী সীরাতুন্নবী উপলক্ষে ঢাকার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন

কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে ইকবাল-মুরাদ

নজরুলের “শিল্পী” হয়ে এক যুগ পর মঞ্চে ফিরছেন রাব্বী

১৬তম সহকারী জজ নিয়োগ পরীক্ষায় এবারও প্রথম রাবি শিক্ষার্থী

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করার দাবিতে সুনামগঞ্জে রিকশা র‍্যালী

আদমদীঘির হাটবাজারে অভিযান পাঁচ ব্যবসায়ীর জরিমানা

আদমদীঘিতে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত-১

দোয়ারাবাজারে ৩৬টি গরুসহ ৮ চোরাকারবারি আটক