মো: মোমিন খান, স্টাফ রিপোর্টার(বগুড়া) ঃ
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার জাতীয় সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বলেছেন. প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে উপযুক্ত শিক্ষা গ্রহনে আত্ম নিয়োগ করতে হবে।
সুশিক্ষায় শিক্ষায় শিক্ষীত হতে হলে অভিভাবক ও শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থিদের সমন্বয় ভুমিকা রাখতে হয়।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও পরিশুদ্ধ শিক্ষা প্রদান করা প্রয়োজন।
তিনি শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কলেজ গভনিংবডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন. থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, অধ্যক্ষ আব্দুর রহমান, আ’লীগ নেতা রফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুর আগে রহিম উদ্দিন ডিগ্রী কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।