সাত্তার সিকদার, লোহাগাড়া, প্রতিনিধিঃ
সৌদি আরবের মক্কা নগরীতে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ফারুক আহমদ নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
১ নভেম্বর (শুক্রবার ) সৌদি আরব সময় আনুমানিক রাত ৯ টার দিকে মক্কা আল্ নুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফারুক আহামদ চৌধুরী (৪০) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সোবহান,চৌধুরী পাড়ার মৃত আজিজ আহমদের পুত্র ।
ফারুক আহামদ দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম ইউনুচ জানান, আমিরাবাদ ইউনিয়নের চৌধুরী পাড়ার মৃত আজিজ আহমদের ছেলে
প্রবাসী ফারুক শুক্রবার রাতে সৌদি আরবের মক্কা নগরীর একটি হাসপাতালে মারা গেছে বলে পরিবারের লোকজনের কাছে শুনেছি।
নিহতের ভাগিনা আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী জানান,ফারুক আহমেদ চৌধুরী জীবিকার তাগিদে প্রায় ২০ বছর প্রবাস জীবন অতিবাহিত করেন। গত দুই মাস আগে ছুটি শেষে আবারো প্রবাসে পাড়ি জমান। তিনি দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। হঠাৎ অসুস্থ হলে শুক্রবার সন্ধ্যা (সৌদি আরব সময়) আনুমানিক ৭ টার দিকে মক্কা আল্ নুর হসপিটালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৯ টার দিকে তাঁর মৃত্যু হয়েছে জেনেছি।
তার মৃতদেহ আইনি জটিলতা না থাকলে দেশে আনা হবে অন্যথায় সৌদি আরবে দাফন করা হবে বলে জানান পরিবারের লোকজন।