সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩০ হাজার ৮ শত ৯৯ ভোট পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। তিন বলেন, লোহাগাড়াবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য লোহাগাড়ার ৯ ইউনিয়নের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, আমি উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালনকালে মানুষের উপকার ছাড়া ক্ষতি করিনি, লোহাগাড়াবাসী ভোটের মাধ্যমে সেবা করার সুযোগ দিয়ে আমাকে ঋণী করেছেন। আমি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছি, এখন থেকে নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের নিয়ে দেশ ও জনগণের কল্যাণে আরো বেশি নিবেদিত হবো ইনশাআল্লাহ। মডেল উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্যঃ৭১টি কেন্দ্রের শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। (বুধবার) ৫জুন দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মোঃ ইনামুল হাছান ফলাফল ঘোষণা করেন। এতে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম চৌধুরী, ভাইস-চেয়ারম্যান পদে সরোয়ার মামুন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে জেসমিন আক্তার।