সাইদুর রহমান শাকিব,চট্টগ্রাম থেকে-
সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গত ১৮ অক্টোরব বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেল এর ৫৫তম জন্মদিন উপলক্ষে জে.এস.সি ও পিএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি অভিষেক চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ মহরম হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আন্না ভট্টাচার্য্য, পৃষ্টপোষক আজিজুল হক আজিজ।
রক্তিম দে’র সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন আজীবন সদস্য শিল্পী সাদিয়া খানম মৌ, শিক্ষিকা অসীমা চৌধুরী। শিশুদের মধ্যে বক্তব্য রাখেন সুষ্মিতা চৌধুরী, অভি তালুকদার, সাজীব চক্রবর্ত্তী, আদিত্য চৌধুরী, অপরাজিতা চৌধুরী। প্রধান অতিথি বলেন, শেখ রাসেল এর প্রেরণা নিয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে, তিনি দেশের শিশুদের অনুপ্রেরণা । শেখ রাসেল বেচেঁ থাকলে আজ দেশ গড়তে অবদান রাখতো।