এম এ মোতালিব ভুঁইয়া:
সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদ, গাঁজা, সুপারী এবং কয়লা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে সোমবার (১১ নভেম্বর) রাতে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের বড়াইতলা নামক স্থান হতে ৬৯ বোতল ভারতীয় মদ আটক করে।
অন্যদিকে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা নামক স্থান হতে ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা আটক করে।
এইদিকে তাহিরপুর উপজেলাধীন ৫ নং বাঁধাঘাট ইউনিয়নের ছড়ার পাড় নামক স্থান হতে ১৭ বোতল ভারতীয় মদ আটক করে।
এদিকে ধর্মপাশা উপজেলাধীন ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রাজেন্দ্রপুর নামক স্থান হতে ০.৭০০ কেজি ভারতীয় গাঁজা আটক করে।
অন্যদিকে দোয়ারাবাজার উপজেলাধীন ১ নং বাংলাবাজার ইউনিয়নের খাসিয়াবাড়ী নামক স্থান হতে ৩১ কেজি ভারতীয় সুপারী আটক করে।
এদিকে তাহিরপুর উপজেলাধীন ১ নং উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিকাটা নামক স্থান হতে ১৪০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় মদ, গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং সুপারী ও কয়লা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০