এম এ মোতালিব ভুঁইয়া:
সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় নাসির বিড়ি, কয়লা, বারকী নৌকা, ঘোড়া এবং গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে বুুুধবার (১৩নভেম্বর) সকালে তাহিরপুর উপজেলাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের নয়াছড়া নামক স্থান হতে ০২টি ভারতীয় ঘোড়া আটক করে।
এদিকে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে ১,২০০ কেজি ভারতীয় কয়লাসহ ০১টি বারকী নৌকা আটক করে।
অন্যদিকে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নামক স্থান হতে ০৫টি ভারতীয় গরু আটক করে।
এদিকে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ২১,০০০ পিস (৮৪০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান,সুনামগঞ্জে গরু ঘোড়াসহ ৪লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে।আটককৃত গরু গুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক নিলাম করত: সিজার করা হয়েছে এবং ভারতীয় নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, সুনামগঞ্জ এবং কয়লা ও ঘোড়া শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।