এম এ মোতালিব ভুঁইয়া:
সুনামগঞ্জের সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদ, কয়লা এবং গোলকাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে বৃহস্পতিবার (৩১অক্টোবর) ভোর রাতে তাহিরপুর উপজেলাধীন ০৫ নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২১০০ কেজি ভারতীয় কয়লা ও সায়দাবাদ নামক স্থান হতে ১৭ বোতল ভারতীয় মদ এবং ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা নামক স্থান হতে ০৮ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, গোলকাঠ বনবিট কার্যালয় এবং কয়লা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।