মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিজিবি ২০ ব্যাটালিয়ন সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক করেছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক এর বরাত দিয়ে নিউজ ভিশন ৭১ বিডিকে জানান,সীমান্ত এলাকায় গত ২১ দিনে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিল, মদ, বিয়ার, গাঁজা, ট্যাবলেট ইয়াবা, হেরোইন, স্কাপ সিরাপ, ইনজেকশন কুপিজেসিক, এমকে ডাইল, ইনজেকশন বুবরিনরফিন, বিভিন্ন প্রকার উত্তেজক ট্যাবলেট,প্যারোপটিন ট্যাবলেট, ডেক্সিন ট্যাবলেট, শাড়ী, জিরা, বাই-সাইকেল, বাজী, ওয়ান পিস, ষ্টীল সামগ্রী, ফুসকা, আনার ফল, আপেল, প্লেয়িং কার্ড, চেরিফল, গরু, সনপাপড়ী, লবন, বীট লবন, এবং কসমেটিক সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মুল্য ৪৮ লাখ ৫৮ হাজার ৩১১ টাকা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০