রিজুয়ান হোসেন,আনোয়ারা:
আনোয়ারার অন্যতম সামাজিক সংগঠন ও অনলাইন সংবাদ মাধ্যম “সারা আনোয়ারা” কর্তৃক আয়োজিত “সারা আনোয়ারা মেধাবৃত্তি ২০১৮-১৯” এর ৯ম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ শনিবার ১০ নং হাইলধর ইউনিয়নের হেটিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়৷
এসময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য পেছু মিয়া, শিক্ষকদের মধ্যে মোহাম্মদ ইউনুস, মিন্টু দে, কানিজ ফতেমা, সুলতানা সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
পেচু মিয়া সারা আনোয়ারাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিশুদের মেধা বিকাশে সারা আনোয়ারা’র ব্যতিক্রমী এই উদ্যোগকে আমি স্বাগত জানাই,ভবিষ্যতে এই মেধাবৃত্তি অব্যাহত থাকুক “।
মেধাবৃত্তি পরীক্ষায় উক্ত স্কুলের ৫ম শ্রেণীর জন ছাত্র -ছাত্রীদের ১ম- মোঃ শহিদুল হক,২য় – আসাদুল্লাহ মোঃ আবিদ, ৩য়- শেহজাদ রহমান সিয়াম হন।
তিন জনের হাতে পুরষ্কার হিসেবে গিফট বক্স,কলম,চকলেট, চারাগাছ এবং অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রীদের হাতে কলম ও চকলেট তুলে দেয়া হয়।
প্রথম স্থান অধিকারী শহিদুল হক বলেন, “এইরকম ব্যতিক্রমী মেধাবৃত্তিতে আমাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়ায় আমি সকল ছাত্র-ছাত্রী দের পক্ষ থেকে সারা আনোয়ারাকে ধন্যবাদ জানাই”।
সারা আনোয়ারার পক্ষে পরীক্ষা তদারকি করেন মোঃ ছলিম আল আনোয়ার,নুরখান, মহিউদ্দিন মন্জুর, আতিকুল্লাহ,সাজ্জাদ মুন্না, আতিকুল বাবুল,মাসুদ করিম, মোঃ পারভেজ, ফয়সাল,মনজুর,নিঝুম,বোরহান,ফোকাস,মিনহাজ,রাসেল, শাহীন।