আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
আদমদীঘির সান্তাহার বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজের ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়েছে।
গতকাল সোমবার (১৪ আগষ্ট) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
কলেজের উপাধ্যক্ষ বাবুল হোসেনের সভপতিত্বে ও ক্রীড়া শিক্ষক দেওয়ান আল-আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রবিউল ইসলাম (রবীন), সহকারী অধ্যাপক মাসুদ রানা, সহকারি অধ্যাপক হাফিজুর রহমান, সহকারি অধ্যাপক দিলীপ কুমার গুপ্ত, বাবু উত্তম কুমার, শিক্ষার্থী মৃনাল কান্ত্রি, তৃপ্তি প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন সহকারি অধ্যাপক মাহতাব উদ্দীন মন্ডল।
#